সম্প্রতি নওগাঁর আত্রাই উপজেলায় ১০ মিনিটের ঘূর্ণিঝড়ে দুটি গ্রামের প্রায় শতাধিক ঘড়বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ঝড়ে তিন জন আহতও হয়েছেন। তবে বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় এসে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম এবং পার্শ্ববতী ইসলামগাতী গ্রামের উপর দিয়ে চলে যায়। প্রায় ১০ মিনিটের এই ঘূর্ণিঝড়ে ২ টি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।এমনকি বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে যাওয়ায় ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ওই গ্রামগুলোতে।
এই ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানাউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। বিশেষ করে টিনের চালার ঘরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ এবং ত্রাণের চাল দেওয়া হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আনন্দবাজার/এইচ এস কে