পৃথিবীর বিভিন্ন দেশের মতো আজ (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনের উদ্যোগে বিশ্ব গাড়িমুক্ত দিবস পালিত হয়ে আসছে।
‘হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সঙ্গে যৌথভাবে এ দিবসটি পালন করা হচ্ছে।
ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে ডিটিসিএর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এ কথা জানান। ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাড়ি কর্মস্থলের পাঁচ কিলোমিটার এলাকায় চলাচল করে এবং এর মধ্যে প্রায় অর্ধেকের যাতায়াত দুই কিলোমিটারের মধ্যে হয়ে থাকে বলেও জানান তিনি।
আনন্দবাজার/ইউএসএস