ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ গাড়িমুক্ত দিবস

পৃথিবীর বিভিন্ন দেশের মতো আজ (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনের উদ্যোগে বিশ্ব গাড়িমুক্ত দিবস পালিত হয়ে আসছে।

‘হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সঙ্গে যৌথভাবে এ দিবসটি পালন করা হচ্ছে।

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে ডিটিসিএর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এ কথা জানান। ঢাকা শহরের প্রায় ৮০ শতাংশ গাড়ি কর্মস্থলের পাঁচ কিলোমিটার এলাকায় চলাচল করে এবং এর মধ্যে প্রায় অর্ধেকের যাতায়াত দুই কিলোমিটারের মধ্যে হয়ে থাকে বলেও জানান তিনি।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন