শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দিনাজপুরের হিলিতে দুটি ঔষধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে হিলি বাজারের ঔষধের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এই ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হিলি বাজারে ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে মন্ডল ফার্মেন্সিকে ১০ হাজার ও জাহিদ ফার্মেন্সিকে ৫ হাজার সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে/ মাসুদুল হক রুবেল

আরও পড়ুনঃ  দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ প্রবাসী

সংবাদটি শেয়ার করুন