ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ, উচ্ছেদ ৫ কিমি পাইপ

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাঁচ কিলোমিটার পাইপ উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, গতকাল সোমবার তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের নেতৃত্বে এ অভিযানের মাধ্যমে বিচ্ছিন্ন করে গ্যাস সংযোগ। তবে সংযোগ বিচ্ছিন্ন করার সময় বাধা দিলে নারীসহ তিনজনকে নানা মেয়াদে তাদেরকে কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ মাসাবো এলাকার শিমুল মিয়ার স্ত্রী শেফালী বেগম, একই এলাকার আবদুর রহমানের ছেলে মীর হোসেন এবং আবদুর রশীদের ছেলে শামীম।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, গতকাল সোমবার তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় অভিযান চালিয়েন পাঁচ কিলোমিটারের চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। সেই সাথে ভাই ভাই বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিকেলের দিকে মাসাবো এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাধা প্রদান করায় তিনজনকে ৬ ও ৪ মাস এবং ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, গতকাল বিকেলে তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত মাসাবো এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এ সময় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে রূপগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে ধাওয়া দিয়ে দিলে তারা সরে যায়। কিন্তু পরে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান তাদেরকে ৭ দিন সময় দেন। কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা প্রদান করায় তিনজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন