ঢাকা | মঙ্গলবার
১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুব দ্রুত সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেয়া হবে : তথ্যমন্ত্রী

পরিস্থিতি পর্যালোচনা করে খুব দ্রুত সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলজিয়াম সফর শেষে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। এসময় সিনেমা হল খোলা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হলগুলো খুলে দেয়ার জন্য হল মালিক, পরিচালক, প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে। তাদের সঙ্গে এ মাসের শুরুতে আমি বসেছিলাম। এ মাসের ১৫ তারিখের পরে বৈঠক করে আমাদের সিদ্ধান্ত নেয়ার কথা। খুব দ্রুত তাদের সঙ্গে বসে পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন