ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

সম্প্রতি ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় জমেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চ, স্পিডবোট এবং ট্রলার ঘাটে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘাটে অনেক মানুষের সমাগম দেখা গেছে। আগামীকাল রবিবার থেকে অনেক অফিস-আদালত খুলছে। তাই কর্মস্থলে যোগ দিতেই মানুষ ঢাকায় ফিরছেন ।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে সকাল থেকেই ১৬টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়। এদিকে, গতকাল সকাল থেকে পদ্মা নদী উত্তাল ছিল। সেই সাথে প্রবল বাতাসও বইতে দেখা গেছে। এর মধ্যে ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

 যাত্রীরা কাঁঠালবাড়ী থেকে পদ্মা নদী পার হয়ে এসে শিমুলিয়ায় কোন যানবাহন না পেয়ে পড়ছেন বিপাকে। তাই ছোট ছোট বাহনে করে ফিরছেন ঢাকায়।

এই ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটেরসহ ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, শুক্রবার সকাল থেকে ঘাটে মানুষের ভিড় রয়েছে। তবে এ নৌরুটে লঞ্চ এবং সি বোট চলাচল থাকায় মানুষের ভিড় বেড়েছে। মানুষের পাশাপাশি ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাকের চাপও রয়েছে।

তিনি আরও জানান, রবিবার অফিস আদালত খুলবে, তাই দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছেন লোকজন। বর্তমানে এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট চলাচল করছে বলে তিনি জানান।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন