ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে মালামাল উঠা-নামাসহ খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে।তবে আগামীকাল শনিবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে তিনি জানান।
এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রব্যসহ শিল্প-কারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গতকাল বৃহস্পতিবার বিশ্বকর্মা পূজার কারণে তাদের দেশে সরকারি ছুটি। এ কারণে চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস