ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

দেশের উত্তরাঞ্চলে আজ মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের দক্ষিণাঞ্চলে মোটামুটি সক্রিয়। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও  রাজশাহী বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আগামী ৩ দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, আজকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন