সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজাকে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পূজা উদযাপন পরিষদের কার্যালয় এস আর প্লাজা ২য় তলায় চকরিয়া উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশের সভাপত্বি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে আগামী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুদাম কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হারাধন দাশ, বিশেষ অতিথি ছিলেন, রতন কুমার সুশীল বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব চকরিয়া উপজেলা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নীলোৎপল দাশ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ দে, উপজলা যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, সহ সাংগঠনিক সম্পাদক লিটন দাশ, উপজেলা আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক সুজন কান্তি নাথ, সদস্য সুনীল নাথ, বরইতলী এমইউপি রামানন্দ দে, কৈয়ারবিল এমইউপি রুপন দাশ, দপ্তর সম্পাদক কৈলাশ দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উওম দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের গণ সংযোগ সম্পাদক সাংবাদিক রাজু দাশ।
চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বক্তব্যে বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা সরকারের স্বাস্থ্যবিধি মেনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হবে। উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৮টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সকল পূজার মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পালনের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করতে হবে। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
আনন্দবাজার/শাহী/রাজু