দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আজিম উদ্দীন এর সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পরে থানার ভেতরেই নবাগত অফিসার ইনচার্জ এর সাথে উপজেলার সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকের এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সাংবাদিকরা ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেন বিশেষ করে বাল্য বিবাহ, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক সহ যতো প্রকার চোরাচালানির রুট হিসেবে মাদক ও চোরাকারবারিরা ঘোড়াঘাট উপজেলাকে ব্যবহার করে আসছে সে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয়ার জন্য ওসিকে অনুরোধ জানান।
নবাগত অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, আমি প্রতিটি কাজে সকল সাংবাদিকদের সহযোগীতা চাই। আমার কিছুদিন হয়েছে মাত্র ঘোড়াঘাট থানার দায়িত্ব গ্রহণ করার। সবকিছু বুঝে উঠতে আমার হয়তো কিছুটা সময় লাগবে। আমি অত্যান্ত আস্থার সাথে বলতে পারি এই এলাকায় মাদক সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আমার দায়িত্ব কঠোরভাবে পালন করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, কথায় নয় আমি কাজে বিশ্বাসী। শুধুমাত্র পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেকারনেই আমি সকলের সহযোগিতা কামনা করছি।
আনন্দবাজার/শাহী/জিমন