শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিয়াজের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা কাচাবাজার এলাকায় পিয়াজের দাম স্থিতিশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন করা এবং বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ নির্দেশনা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার ও বাজার মনিটরিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা যায়, বাজারে পিয়াজের দাম উর্ধ্বগতির কারনে বিভিন্ন বাজার পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পিয়াজের দাম স্থিতিশীল রাখা, মূল্য তালিকা প্রদর্শন করা এবং বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ নির্দেশনা দেয়া হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন দোকানীকে অর্থদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনায় সহায়তা করেন ব্যাটেলিয়ন আনসার সদস্যগণ।

আনন্দবাজার/এম.কে/মিলন

আরও পড়ুনঃ  নদীর বালু হরিলুট, রাজস্ব হারাচ্ছে সরকার

সংবাদটি শেয়ার করুন