কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউপি’র ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য গিয়াস উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও ভূমিদস্যুতার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ অভিযোগটি তুলেছেন একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মনছুর আলম। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভুক্তভোগী মনছুর আলম বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ১৪ সেপ্টেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী তার অভিযোগে বর্ণনা করেছেন, উপজেলার লেমশীখালী ইউনিয়নের ঠান্ডা চৌকিদার পাড়া (৮নং ওয়ার্ড)‘র মৃত জামাল উদ্দিনের ছেলে মনছুর আলম, মানিক, ইব্রাহীম ও হারুন রশিদ লেমশীখালী মৌজার ১২৪৯৪নং বি,এস দাগের আন্দর ২৮৬২নং বি,এস খতিয়ান পরবর্তীতে ৪১২৮নং সৃজিত বি,এস খতিয়ানের ১৫ শতক ভিটিজমির ক্রয়সূত্রে মালিক হয়। বিগত তিন যুগ ধরে এ জমি তাদের ভোগ দখলে রয়েছে। জমিটি রাস্তার পাশে হওয়ায় তাতে নজর পড়ে স্থানীয় মেম্বার গিয়াস উদ্দিন, আবু মুছা, আবু ওমর, আবু ইউসুফের। বিভিন্ন কৌশলে জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন তারা। এরই ধরাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর সকালে মেম্বার গিয়াস উদ্দিনের নির্দেশে অবৈধভাবে প্রবেশ করে ঘেরা বেড়া ভাংচুর করে ওই জমি দখলে নেয়ার অপ-চেষ্টা চালায়। এসময় প্রকৃত মালিকগণ বাঁধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় তারা।
অভিযোগের বাদী মনছুর আলম আরো জানান, মেম্বার গিয়াস উদ্দিন ক্ষমতার অপ-ব্যবহার করে মাদক, জুয়া ও দখলবাজি সহ নানা অবৈধ কর্মকান্ডে জড়িত। ভয়ে স্থানীয়রা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, এধরনের কোন ঘটনা আমার এলাকায় হয়নি। কেউ যদি অভিযোগ দিয়ে থাকে সেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/শাহী/শাহজীদ