রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের কুতুবদিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম. জহিরুল হায়াত এর এ সভা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ইদানীং সাগরে জলদস্যুতা বৃদ্ধি পেয়েছে। এ পেশায় জড়িয়ে পড়ছে বাঁশখালী উপকূলের জেলেরা। জলদস্যুদের আধিপত্য বিস্তারের কারণে কুতুবদিয়া উপকূলের জেলেদের জীবন-জীবিকা আজ হুমকির মুখে পড়েছে। উপজেলার সড়কগুলোতে টমটমসহ নিবন্ধন বিহীন গাড়ির দৌরাত্ম্যের কারনে বাড়ছে সড়ক দূর্ঘটনা।

এছাড়াও কুতুবদিয়া উপকূলের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সীমানা (ফাঁড়) দখলকে কেন্দ্র করে যে কোন মুহুর্র্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলেও আশংকা করা হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কুতুবদিয়া উপকূলের জেলেদের জীবন-জীবীকা রক্ষায় বাঁশখালী উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয় সভায়। সভায় উপজেলায় ভূমিহীনদের প্রধানমন্ত্রী কর্তৃক উপহার হিসেবে বন্দোবস্ত দেয়া খাস জমিগুলো দখল করে রাখা ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম, বড়ঘোপ ইউপি’র চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উত্তর ধুরুং ইউপি’র চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউপি’র চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি’র চেয়ারম্যান আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপি’র প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সত্তার, কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল বাশার, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোছাইন, কুতুবদিয়া হাসপাতালের আরএমও ডাঃ রেজাউল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই: কৃষিমন্ত্রী

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এম. জহিরুল হায়াত বলেন, সকলের সহযোগিতায় উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুলসহ অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড গুলো এগিয়ে নিতে চাই।

আনন্দবাজার/শাহী/ইফতেখার

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন