ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পোকামাকড় দমনে পার্চিং উৎসব

ঝালকাঠিতে জৈব পদ্ধতিতে পোকামাকড় দমন করার লক্ষ্যে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠির কৃষি সম্প্রসারণ বিভাগ সদর উপজেলার ছত্রকান্দা ব্লকে এই উৎসব মুখর পরিবেশে কৃষকদের মাধ্যমে আমন ক্ষেতে ডাল পোতা হয়েছে। কৃষকের ক্ষেতে ডাল পোতা থাকলে পাখিরা বসে আমন খেতের পোকামাকড় খেয়ে ধংস করে ফেলে। এটি পোকামাকড় দমনের পরীক্ষিত বালাই দমন পদ্ধতি।

অনুষ্ঠানে কৃষকের পাশাপাশি কৃষানীরাও অংশগ্রহন করেছে। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোসা. মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, মো: আলাউদ্দিন ও কনিকা বিশ্বাস সহ জনপ্রতিনিধি সবুজ খান এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন