ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

দ. সুনামগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সভা

‘দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ সম্মান দুই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতা ও অর্থায়নে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার সেমিনার ও প্রেস ব্রিফিং সুনামগঞ্জ পিটিসি কলেজের অধ্যক্ষ আব্দুর রব’র প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,
উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা নিলুফা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, পাগলা সরকারী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দীন, এসআই মনির, জয়কসল উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ সহ প্রমুখ।

আনন্দবাজার/শহক/নাআ

সংবাদটি শেয়ার করুন