ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নীলগিরি

করোনার প্রকোপে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের পর্যটন কেন্দ্র নীলগিরি। আগামীকাল মঙ্গলবার থেকে পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে দেশের সর্বোচ্চ উচ্চতার এই অবকাশকেন্দ্রটি।

সেনাবাহিনী পরিচালিত এই অবকাশকেন্দ্রের পরিচালনা কর্তৃপক্ষ গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে করোনা সংক্রমণ এড়াতে গত ১৯ মার্চ থেকে নীলগিরির সব বুকিং এবং পর্যটকদের পরিদর্শন বন্ধ করে দেওয়া হয়। গত ২১ আগস্ট থেকে নীলগিরি ছাড়া বান্দরবানের সব পর্যটন স্পট এবং হোটেল-মোটেল-রিসোর্ট বন্ধ রাখার নিষেধাজ্ঞা তুলে দেয় জেলা প্রশাসন। নীলগিরি বন্ধ থাকায় বান্দরবানের পর্যটনকেন্দ্র এবং আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট তেমন একটা জমে উঠছিল না। অবশেষে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে নীলগিরি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন