রেলওয়েতে ১৯৭৩-৭৪ সালে ৬৮ হাজার লোকবল থাকলেও বর্তমানে তা কমে ২৫ হাজারে নেমে এসেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় আখাউড়া-আগরতলা ডুয়াল গেজ রেলওয়ে লিংক প্রকল্পের কাজ পরিদর্শন এবং ফেনী ও কুমিল্লা স্টেশনে যাত্রা বিরতিকালে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেলওয়েতে ১৯৭৩-৭৪ সালে ৬৮ হাজার লোকবল থাকলেও বর্তমানে তা কমে ২৫ হাজারে নেমে এসেছে। এখন এক-তৃতীয়াংশ লোক রয়েছে। লোকবল সংকটে দেশের ১০৪টি রেলস্টেশন বন্ধ।
তিনি বলেন, আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইনের কাজ সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলমান রয়েছে।
আখাউড়া-আগরতলা ডুয়াল গেজ রেললাইন প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে জানিয়ে আগামী বছরের মার্চের মধ্যে রেললাইনের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
আনন্দবাজার/ডব্লিউ এস