ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার এক শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মারধরের শিকার ওই শিক্ষার্থী ভাংনাহাটি এলাকার তোফাজ্জল হোসেনের সন্তান সাকিবুল ইসলাম প্রান্ত। সে গাজীপুরের মডেল ইনস্টিটিউট সায়েন্স টেকনোলজি (MIST) বিভাগের ১ম বর্ষের ছাত্র।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পৌর এলাকার ভাংনাহাটি উওরপাড়া এলাকায় বেলা এগারোটায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, ভাংনাহাটি এলাকার তহুর উদ্দিনের সন্তান রাসেল (১৯) ও অচেনা ব্যাক্তির সন্তান এবাদুল সহ অচেনা ৪-৫জন।আহত অবস্থায় ওই শিক্ষার্থীর বাবা তোফাজ্জল হোসেন উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শাহী/মহিউদ্দিন

সংবাদটি শেয়ার করুন