সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার কভিড-১৯ ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত আরও ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন প্রমুখ।
এই ব্যাপারে আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন জানান, ভূমিমন্ত্রীর নিজ তহবিল থেকে ২০ লাখ টাকা ব্যয়ে ২০ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম তৈরি করা হয়। সাধারণভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এ সিস্টেমের মাধ্যমে। এই অক্সিজেন সিস্টেম হাসপাতালে আসা করোনা রোগীদের চিকিৎসা সেবায় কার্যকর ভূমিকা রাখবে।
আনন্দবাজার/এইচ এস কে




