ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুতার জেরে ২ শতাধিক লিচু গাছ ধ্বংস

নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি লিচু বাগানের ২ শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। বৃষ্টি পেয়ে নতুন পাতায় ছেয়ে যাওয়া বাড়ন্ত গাছগুলোর গোড়া থেকে সম্পূর্ণভাবে কেটে ধ্বংস করা হয়েছে। ফলে বাগান মালিক আয়ের একমাত্র উৎসের ক্ষতিতে নিঃস্ব হয়ে পথে বসেছে। বিচার চেয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে ধর্না দিয়েও কোন সুরাহা না পেয়ে চরমভাবে হতাশ ও দিশেহারা হয়ে পড়েছে। নিরুপায় হয়ে ঘটনার বিচারের দাবীতে সংবাদকর্মীদের শরণাপন্ন হয়েছেন অসহায় প্রান্তিক কৃষক জাহেদুল ইসলাম।

ঘটনার বিবরণে তিনি জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিকে চিকলী নদীর পাড়ে ময়নারকুড়া নামক শশ্মানঘাট সংলগ্ন পৈত্রিক ৪৫ শতক জমিতে উন্নত জাতের ২ শ’ টি লিচু ও ৫০ টি আম গাছ লাগিয়েছিলেন। প্রায় এক বছর যাবত পরিচর্যায় বাগানের কলম গাছগুলো এখন ফল ধারনের উপযোগী হয়ে উঠেছে। গত মৌসুমে বেশ ফুল এসেছিল। কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য এবার তা ভেঙে দেয়া হয়। তাই আশা করছিলো আগামী মৌসুমে আশাতীত ফল ধরবে। কিন্তু তার আগেই বাড়ন্ত গাছগুলো কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

বাগান করার সময় থেকেই পাশের বিশাল সরকারী খাস জমি দখল করে ভোগকারীরা বিরোধিতা করে আসছে। তাদের দাবী আমার পৈত্রিক জমিও নাকি তাদের। এজন্য ইতোপূর্বে বাগানের জমিটির সীমানা দিয়ে লাগানো ইউক্যালিপটাস গাছের অধিকাংশ উপড়ে ফেলে এবং মাল্লি (আইল) কেটে নেয়। তাছাড়া প্রায়ই গরু-ছাগল লাগিয়ে ফসল নষ্ট করা সহ মাঝে মধ্যেই গাছ ভেঙে ফেলার মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এরই জের ধরে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গরু বাধা নিয়ে ঝগড়া হয় বাগিচাপাড়ার মোঃ সামাদের ছেলে ধনির ও দুলু এবং তাদের চাচা সিরাজুল (খাটিয়া) এর সাথে। তারা জোর করেই বাগানের পাশে গরু বেধে ঘাস খাওয়াবে অথচ তাতে নিষেধ করা যাবেনা। তারা গায়ের জোরেই সব করে চলেছে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে হুমকি দিয়ে বলে কি করে এখানে বাগান করিস তা দেখবো, বাগানে কোন গাছই থাকবেনা। আর দিবাগত রাতেই বাগানের সব গাছ কেটে ফেলে তারা। পরদিন বুধবার সকালে এসে দেখি বাগানে ২০-৩০ টা গাছ বাদে সবগাছ গোড়া কাটা এবং কাটাগাছগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

বিষয়টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক চৌধুরী কে জানানো হলেও তিনি কোন সমাধান করেননি।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহেদুল বাগানের কাটা গাছের গোড়ায় বসে কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক কষ্ট করে নিজের সর্বস্ব দিয়ে এই বাগানটা করেছি। অভাবের সংসারে একটু স্বচ্ছলতার আশায়। সেই দিনাজপুরের স্বপ্নপুরী থেকে উন্নত জাতের থাই ও বোম্বে লিচু এবং ফজলি ও আম্রপালি আম গাছ এনে লাগিয়েছিলাম। প্রতিটা কলম চারা প্রায় ৫শ’ টাকা খরচ পড়েছে। সর্বমোট প্রায় দেড় লাখ টাকা ইনভেস্ট করেছি। সে সাথে পরিশ্রম আর ত্যাগ।

দিন রাত পরিচর্যা করে লাভের মুখ দেখার প্রাক্কালেই সব ধ্বংস করে দিলো প্রতিহিংসার আগুনে। এখন আবার হুমকি দেয়া হচ্ছে গাছ কাটা নিয়ে বাড়াবাড়ি করলে গাছের মত আমাকে কেটে ফেলা হবে। তাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এর প্রতিকার না পেলে আমি নিঃস্ব হয়ে যাবো। তাই আমাকে বাঁচতে দিন।

আনন্দবাজার/এইচ এস কে/ এস এ এম

সংবাদটি শেয়ার করুন