ঢাকা | মঙ্গলবার
১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে ফিরলেন ১৮০ নারী পুলিশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষে কঙ্গো থেকে দেশে ফিরলেন বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টের ১৮০ সদস্য। শনিবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

কন্টিজেন্ট কমান্ডার পুলিশ সুপার সালমা সৈয়দ পলির নেতৃত্বে সফলতা ও সুনামের সাথে কঙ্গোতে এক বছর সাড়ে তিন মাস দায়িত্ব পালন করেছেন পুলিশের এই ১৮০ জন সদস্য।

২০১৯ সালের ২৭ মে এক বছরের জন্য ডিআর কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। তবে করোনা পরিস্তিতির কারণে অতিরিক্ত সাড়ে তিন মাস সেবা দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। এতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে বলে মনে করেন কমান্ডার সালমা সৈয়দ পলি।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন