ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে গজারি বনে অবৈধ সিসা কারখানা রাতের আধারে উধাও

টাঙ্গাইলের ঘাটাইল আশারিয়া চালা গজারি বনে প্রশাসন অভিযান চালাবে খবর পেয়ে রাতে আধারে পালিয়ে গিয়েছে অবৈধ সিসা কারখানার মালিক এবং শ্রমিক ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার, ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা, ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিাযান পরিচালনা করেন।

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়া চালা গ্রামে হাজী মুনসুর আহমেদের জায়গা ভাড়া নিয়ে পুরনো ব্যাটারী থেকে সিসা তৈরী কারখানা তৈরী করেন।

এ বিষয়ে দৈনিক পত্রিকায় সহ বিভিন্ন অনলাইনে ঘাটাইল বনের ভেতর সিসা তৈরীর অবৈধ কারখানা শিরোনামে প্রকাশিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিাযান পরিচালনা করতে গেলে তাদের কে না পেয়ে জমির মালিক মুনসুর আহমেদ কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। এবং সিসা তৈরীর সমস্ত সরঞ্জাম জব্দ করেন ।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানায়, আমরা সিসা তৈরী সমস্ত সরঞ্জাম জব্দ করে ধলাপাড়া বন রেঞ্জ কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এবং রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।

আনন্দবাজার/শাহী/আলআমিন

সংবাদটি শেয়ার করুন