নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আনছারহাট গোপালঝাড় গ্রামের স্থায়ী বাসিন্দা জনাব মাহাবুবার রহমান মাষ্টারের জমি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গিয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, মাহবুবার রহমান পিতা: মৃত মাদু মামুদ, তার পৈত্রিক সূত্রে ও কবলা সূত্রে পাওয়া জমিতে তিনি দীর্ঘদিন যাব ভোগদখল করে আসছেন।
কিন্তু গত (০৮ সেপ্টেম্বর) মঙ্গলবার একই গ্রামের কামরুল ইসলাম (কামু) পিতা: মৃত তফুল মামুদ তার পরিবারের লোকজন ও কিছু সন্ত্রাসী মিলে জোরপূর্বক মাহাবুবার রহমানের জমিতে দুটি ঘর ও একটি চালা তুলে দখলের চেষ্টা করে। কিন্তু মাহাবুবার রহমান তার জমিতে ঐ স্থাপনা তুলতে বাধা দিলে গেলে তাকে শারীরিক ভাবে আঘাত করে তাকে তাড়িয়ে দেয় ও বিভিন্ন ধরনের হুমকি ও প্রাননাশের হুমকি দেয়। তখন তিনি তার জমি থেকে প্রানভয়ে পালিয়ে আসেন।
এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করলে জলঢাকা থানা কর্তৃক ঐদিন তার স্থাপনা উচ্ছেদের তিন ঘন্টা সময় দেয়।
কিন্তু কামরুল ইসলাম কামু স্থাপনা না সরিয়ে উল্টো তিনি গত তিন দিন যাবৎ মাহবুবার রহমানকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছেন। এখন তিনি প্রানভয়ে আছেন। এ বিষয়ে তিনি এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
আনন্দবাজার/শাহী/রাজা