ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে মেগা প্রকল্প

সম্প্রতি রাজধানীর বড় অংশের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে মেগা প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। জানা গেছে, এই মেগা প্রকল্প বাস্তবায়নে অন্তত ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।

জানা গেছে, প্রায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পুরান রাজধানীর মুসলিমবাগে আদি চ্যানেলটির শুরু থেকে রায়ের বাজার বেড়িবাঁধ সড়কের পশ্চিম পাশের খাল দিয়ে বুড়িগঙ্গা পর্যন্ত সংযুক্ত থাকবে। এই দীর্ঘ চ্যানেলের দুই পাশে থাকবে দৃষ্টিনন্দন সবুজ উন্মুক্ত স্থান এবং বিনোদন স্পট। এছাড়া যোগাযোগ রক্ষা করতে পর্যাপ্ত সংখ্যক ব্রিজ ও ওভারপাস তৈরি করা হবে।

এতে কামরাঙ্গীরচর, ইসলামবাগ, লালবাগ শশ্মনঘাট, শহীদনগর, ঝাউচর, হাজারীবাগ সেকশন, কালুনগর, বউবাজার, সিকদার রিয়েল এস্টেট এবং সিকদার মেডিকেল কলেজ এলাকাগুলোর মানুষের জীবন-যাত্রার মান ব্যাপক উন্নয়ন হবে।

ইতোমধ্যে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধার প্রকল্পে জমি অধিগ্রহণ, চ্যানেল খনন, অবকাঠামো উন্নয়ন, ব্রিজ, ওভারপাস নির্মাণসহ সকল উন্নয়ন কাজের সম্ভাব্য ব্যয় চিন্তা করা হচ্ছে অন্তত ৫ হাজার কোটি টাকা। তবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের জন্য মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএসসিসির কাছে একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেছে। ডিএসসিসির প্রকৌশলী, পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টরা প্রকল্প বিষয়ে তাদের চিন্তা ও মতামত দিয়েছে। এমআইএসটি ডিএসসিসির ইচ্ছা ও উদ্দেশ্যের আলোকে প্রকল্পের নকশা প্রণয়নের কার্যক্রম অব্যাহত রেখেছে। দ্রুততম সময়ের মধ্যে তারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই-বাছাই করে ডিএসসিসির কাছে হস্তান্তর করবে। এর ওপর ভিত্তি করে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (ডিপিপি) প্রস্তুত করা হবে।

এ ব্যাপারে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, ঢাকার পানি নিষ্কাশন সমস্যার সমাধানের উদ্দেশ্যে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে এমআইএসটিকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে কাজ সম্পন্ন করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন