ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“ত্রাণ চাঁই না, বেড়িবাঁধ চাঁই”

“ত্রান চাই না, স্থায়ী বেড়িবাঁধ চাই”, সম্প্রতি এ শ্লোগানকে মুখরিত করে মানববন্ধন করে পেকুয়ার বাস্তুহারা ও বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ােরে প্লাবিত গৃহহারা লোকজন। নারী পুরুষ শিশু মিলে বাঁধের দাবীতে উপস্থিত হয়ে বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে কুতুবদিয়া উপকূলের কাইছার পাড়া, পশ্চিম চর ধুরুং, পুর্ব চর ধুরুং, আকবরবলী ঘাট, ফয়জানির পাড়া, নজু বাপের পাড়া, মেয়ারাকাটা, মিয়াজিরপাড়া, মুরালিয়া, অমজাখালী, জেলেপাড়া, আনিচের ডেইল, তাবলরচর, কাহারপাড়া, তেলিপাড়া, উত্তর বড়ঘোপসহ প্রায় ২০ কিমি এলাকায় স্থায়ী বেড়িবাঁধ মেরামতের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করে।

এদিকে, ব্রিটিশ কাউন্সিলের সহযোগী সংগঠন উইক্যান ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে টেকশয় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সাধারণ নাগরিক ছাড়াও কক্সবাজারস্হ কুতুবদিয়া নাগরিক পরিষদ, বাইঙ্গাকাটা একতা সংঘ, ইসপা এনজিও, আল নুর একতা সংঘ, এম হোছাইন লাইব্রেরী, কুতুবদিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, কুতুবদিয়া উপজেলা ষ্টুডেন্ট’স ইউনিফিকেশন সদস্যরা অংশগ্রহন করেন।

কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় চরম কষ্টে দিনাতিপাত করছে কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ। সেনাবাহিনীর মাধ্যমে কুতুবদিয়ায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন দ্বীপের ভুক্তভোগী মানুষগুলো।

“ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই” সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর তদারকীতে স্থায়ী বেড়িবাঁধ নিমার্নের দাবীর শ্লোগানকে সামনে রেখে জলবায়ু ও পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “উইক্যান” এর আয়োজনে “উইক্যান” এর সমন্বয়ক ওমর ফারুক জয় এর সভাপতিত্বে ও সাংবাদিক এহসান আল কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, সাধারণ সম্পাদক মো.শাহাদত হোছাইন, কক্সবাজারস্হ কুতুবদিয়া নাগরিক পরিষদের সভাপতি সরোয়ার আলম চৌধুরী, ইউপি সদস্য মনসুর রাব্বি, ছলিম উল্লাহ, স্টুডেন্ট ইউনিফিকেশন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সচেতন নাগরিকের পক্ষে সোহেল রানা সহ আরো অনেকে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন