ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণ মামলায় নারী আইনজীবী গ্রেপ্তার

সম্প্রতি কিশোরগঞ্জে আইনজীবীকে অপহরণের অভিযোগে আফরোজা জামান রুনা (২৮) নামে শিক্ষানবিস অন্য এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর গত মঙ্গলবার রাতে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জানা গেছে, দুপুরে গাইটাল শ্রীনগর এলাকার নিজ বাড়ি থেকে রুনাকে গ্রেপ্তার করে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ব্যাপারটি নিশ্চিত করেন।

মামলার এজাহারে জানানো হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেলকে (৩৫) আদালতের মূল ফটকের সামনে থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং পরে তাকে গাইটাল শ্রীনগর এলাকায় রুনার বাসায় নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘণ্টাখানেক পর হিমেলকে উদ্ধার করে। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে নিজেই বাদী হয়ে একটি মামলা করেন হিমেল।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন