ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদের ওপর বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন  সুনামগঞ্জে          

সুনামগঞ্জে মসজিদের ওপর বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামের একটি মসজিদ ভবনের ওপর বিদ্যুতের ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন লাইন থাকায় যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

জানা গেছে, গেল তিন বছর ধরে বিদ্যুতের এই ঝুঁকিপূর্ণ লাইন এবং মসজিদ প্রাঙ্গণ থেকে বিদ্যুতের খুঁটি সরানোর দাবি জানিয়ে আসলেও কোন গুরুত্ব দেয়নি পল্লীবিদ্যুৎ অফিস। উপরন্তু এটি সরাতে গেলে টাকা চেয়ে চিঠি দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, গ্রামের মসজিদের জমির ওপর দিয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে পল্লীবিদ্যুতের ৩৩ কেভির একটি লাইন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় গেছে। বিগত তিন বছর আগে মসজিদের পাকা ভবন নির্মাণের সময় ওই লাইন এবং মসজিদের সীমানার ভেতরে থাকা বিদ্যুতের একটি খুঁটি সরানোর জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। পরে মসজিদ কমিটিকে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, এই স্থান থেকে বিদ্যুতের খুঁটি সরানো এবং লাইন পরিবর্তন করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী ৫১ হাজার ৩৮৭ টাকা জমা দিতে হবে। কিন্তু মসজিদের তহবিলে এত টাকা না থাকায় গ্রামবাসীও এই টাকা দিতে পারেননি। যে কারণে ঝুঁকিপূর্ণ লাইনটি এখনো  সেখানেই রয়ে গেছে।

মসজিদ কমিটির সভাপতি আলী নূর জানান, আমরা তিন বছর ধরে বলে আসছি এই লাইন এবং খুঁটি সরানোর জন্য। মসজিদে প্রবেশের মূল দরজার কাছেই বিদ্যুতের একটি খুঁটি রয়েছে। তাতে ট্রান্সফরমার লাগানো। লাইন গেছে ভবনের ওপর দিয়ে। কিন্তু পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ সেটি কোনভাবেই তাকা ছাড়া সরাচ্ছে না। মসজিদের তহবিল থেকে দেওয়ার মতো কোনো টাকা নেই। গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে আবার পল্লীবিদ্যুতের জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপকের কাছে লিখিত আবেদন দিয়েছি।

নূরপুর গ্রামের বাসিন্দা মো. আবদুর রউফ জানান, মসজিদের ছাদ থেকে বিদ্যুতের লাইন ছোঁয়া যায়। সকালে গ্রামের সব শিশুরা মসজিদে পড়তে যায়, অনেকেই ছাদে ওঠে। তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই লাইনটি এখান থেকে দ্রুত সরানো প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক অখিল কুমার সাহা জানান, গ্রামবাসীর আবেদনটি পেয়েছি। ছাতক জোনাল অফিসে ব্যাপারটি জানানো হবে। এখানে কারিগরি বিষয় আছে। মাঠে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।’ টাকা চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কাজটি ঠিকাদার করবে। তাই নিয়ম অনুযায়ী টাকা জমা দিতে হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন