ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা ও মহানগরীতে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

ময়মনসিংহ জেলা এবং মহানগরীতে এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কখন অবস্থা স্বাভাবিক হবে সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারছে না ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ।

এই ব্যাপারে বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ সরকার জানান, বিভাগের বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল হয়েছে। বিকাল ৪টার দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর এবং শেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ সচল হয়। রাতে নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

ময়মনসিংহ মহানগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে জানিয়ে তিনি আরও জানান, ময়মনসিংহ মহানগরীর মেডিক্যাল, চরপাড়া, বিসিক, বাউন্ডারি রোড, গাঙ্গিনার পাড়, ক্যাডেট কলেজ, দিগারকান্দাসহ নানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোর বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ চলছে।

এদিকে বিদ্যুতের অভাবে মহানগরীর বাসা-বাড়িতে ব্যাপক পানি সমস্যা দেখা দিয়েছে। রান্না এবং টয়লেটের কাজ সারতে বেকায়দায় পড়েছেন নগরবাসীরা। অনেকে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে নলকূপ থেকে পানি সংগ্রহ করে এনে রান্না এবং অন্যান্য কাজ সারছেন।

উল্লেখ্য, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালিতে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাওয়ার গ্রিডের ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন