কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য বিধি অনুসরণ করে র্যালী ও “কেভিড-১৯ সংকট” সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ সম্মুখে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ।
আনন্দবাজার/শাহী/জাকির