ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ

বাগেরহাটের মোল্লাহাটে চিংড়ি আড়তে ভ্রাম্যমান আদাতের অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাশুখালী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে সর্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে চিংড়িতে ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে একধরনের জেলি পুস করার সময় ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এসময় জেলি পুস কাজে নিয়োজিত মামুনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করে ছেড়ে দিয়েছে। এসময় চিংড়ি ব্যবসায়ীরা পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, চিংড়ি আড়তে এক ধরনের জেলি পুস করা হচ্ছিল। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এক ধরনের জেলি পুস করে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। জব্দ করা ১২০ কেজি চিংড়ি মাটিতে পুতে রেখে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আনন্দবাজার/শাহী/শাহিন

সংবাদটি শেয়ার করুন