ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে এনজিও কর্মী হত্যা, প্রধান আসামির স্ত্রী গ্রেফতার

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মিশ্রিপাড়া গ্রামে ব্যুরো বাংলাদেশের এনজিও কর্মী সাজেদুর রহমানের খুনের ঘটনায় শারমিন আক্তার নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে শারমিন আক্তারকে গ্রেফতার করা হয়।

এদিকে, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহাম্মেদ বলেন, এনজিও কর্মী সাজেদুর রহমান হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি শারমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাত হোসেন তার একটি টিম নিয়ে কুমিল্লায় শারমিন আক্তারের বাবার বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়,  হত্যাকান্ডের পরপরই শারমিন আক্তার তার বাবার বাড়িতে গিয়ে আত্মগোপনে ছিলেন। শারমিন আক্তারের স্বামী হান্নান ও দেবর ফয়সালকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আনন্দবাজার/শাহী/আলমগীর

সংবাদটি শেয়ার করুন