পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। গ্রিন বেল্ট ফেজ ২ কর্মসুচীর আওতায় খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপনের অংশ হিসাবে পাইকগাছা উপজেলায় ২ লক্ষ ১০ হাজার বৃক্ষ রোপনের কর্মসুচী গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসাবে সোলাদানা ইউনিয়নে ৬ শত নিম গাছের চারা রোপন করা হয়েছে।
এসয়য় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, প্রশান্ত মন্ডল, অশেষ মন্ডল, রমেশ মন্ডল, রোকন উদ্দীন, প্রণব সরকার, মাসুম বিল্লাহ, পলাশ, ইব্রাহিম। পরে সোলাদানা বাজারস্থ ইউপি কার্যালয়ে চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কল্যাণী রানী মন্ডল, জেসমিন সুলতানা, আজিজুর রহমান লাভলু, আবুল কাসেম, ঠাকুর দাস সরদার, আবু সাঈদ মোল্যা, আঃ সবুর, রাজেশ কুমার মন্ডল, আবুবকর সিদ্দিক শিকারী, আনিছুর রহমান সহকারী হিসাব রক্ষক প্রকাশ বিশ্বাস ও রাজু।
আনন্দবাজার/শাহী/ইমদাদ