ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ. সুনামগঞ্জে বজ্রপাতে একজন নিহত ও তিন জন আহত

দক্ষিণ সুনামগঞ্জে একটি হাওরে বজ্রপাতে একজন নিহত হয়েছেন ও ৩ জন আহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর গ্রামের রইব্বা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮)। তিনি ঘটনাস্থলেই মারা যান।

আহতরা হলেন, একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আঃ কাইয়ুমের ছেলে আঃ আজিজ (২০)। আহত আঃ আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈতক ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরবেলা প্রতিদিনের মত মাছ ধরতে হাওরে যান তারা। হাওরে যাওয়ার পর আবহাওয়া বেগতিক দেখে, হাওর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যান। বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন। আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদের সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/শহক/নাআ

সংবাদটি শেয়ার করুন