শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ওয়াহিদার সম্পূর্ণ জ্ঞান ফিরেছে, কথাও বলছেন’

‘ওয়াহিদার সম্পূর্ণ জ্ঞান ফিরেছে, কথাও বলছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদাকে দেখতে গিয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাঁকে (ইউএনও ওয়াহিদা খানম) দেশের বাইরে পাঠানোর কোনো প্রয়োজন নেই। দেশের এই উন্নত বিশেষায়িত হাসপাতালে তাঁর ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে সে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। হাসপাতালের পরিচালক প্রফেসর দীন মোহাম্মদ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগী ভাল আছেন অনেকাংশে। ডান দিকের অংশ অবশ হয়ে আছে। থেরাপির মাধ্যমে সময়ের সাথে এটাও ভাল হয়ে যাবে।

চিকিৎসক জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি এখন সম্পূর্ণ জ্ঞানে আছেন। তবে, তার শরীরের ডান পাশ এখনো অবশ আছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  বিদেশে ক্যারিয়ার গড়তে সেরা দেশ সৌদি, তৃতীয় যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন