ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে প্রধান অতিথি হিসেবে এই ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে গত অর্থবছরে এই আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, চামরদানী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না প্রমুখ।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন