পটুয়াখালী বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাউফল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এর নামে একটি ভুয়া ফেইজবুক একাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুয়া ফেইজবুক একাউন্টটির নাম “কাউন্সিলার হুমায়ুন কবির”। একাউন্টটি থেকে বেশ কিছু দিন যাবৎ অশ্লীল ছবির সাথে স্ট্যাটাস যুক্ত করে পোস্ট করা হচ্ছে। কাউন্সিলর হুমায়ুন কবির’র শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা ভুয়া একাউন্টের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক বার্তা প্রচার করছে।
হুমায়ুন কবির অভিযোগ করেন, “আমি একজন পরিচ্ছন্ন জনপ্রতিনিধি। স্থানীয় যেকোন ব্যক্তির কাছে আমি এবং পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি কেমন মানুষ। আসলে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করেছে। আমি গনমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে চাই “কাউন্সিলার হুমায়ুন কবির” নামের ফেইজবুক একাউন্টটি আমার নয়। এই একাউন্টের কোন ধরনের পোস্টে কেউ বিভ্রান্ত হবেন না। আমি বাউফল থানায় ফোন দিয়ে অভিযোগ করেছি, সন্ধ্যায় লিখিত অভিযোগ দিবো”।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরণের ভুয়া একাউন্টের অভিযোগ বাউফলে নতুন নয়। বিভিন্ন নামে বেনামে বেশ কিছু ফেইজবুক একাউন্ট থেকে বাউফলের বিভিন্ন বিষয় নিয়ে উস্কানিমূলক পোস্ট ও স্থানীয়দের পোস্টে অশ্লীল ভাষায় কমেন্টস করা হয় বলে তথ্য পাওয়া গেছে। ভুয়া একাউন্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – বড় ডালিমার অপরাধ, Moon Bauphal, বাউফল সংবাদ, বাউফল উপজেলার তাজা খবর ইত্যাদি।
তথ্য মতে, এসব একাউন্ট থেকে প্রতিনিয়ত অপপ্রচার ও উস্কানিমূলক পোস্ট দেয়া হয়। এই ব্যাপারে বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল- মামুন জানায়, ভুয়া একাউন্ট গুলোর ব্যাপারে আমাদের জানা নেই কারণ আমাদের কাছে এই বিষয়ে কোন অভিযোগ নেই। তাছাড়া সাইবার পেট্রোলিং এর ব্যবহারটা আমাদের আন্ডারে না।
আনন্দবাজার/শহক/ মোরই