কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ২টায় দিকে এঘটনা ঘটে। ছবিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসা আলীর ছেলে বলে জানা গেছে।
তবে বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জামাল হোসেন জানিয়েছেন, সীমান্তে একজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বিএসএফ’র গুলিতে ওই ব্যাক্তি মারা গেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় নারায়নপুর ইউনিয়নের পাখি উড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে ওই সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্য ছবিলকে লক্ষ্য করে গুলি করে। ছবিল পেটের নিচে গুলিবিদ্ধ হলে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি মামুন অর রশীদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আনন্দবাজার/শাহী/রাজা