ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নে ৪ দলিয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় চুনখোলা ইউনিয়নের ইংরেজ মার্কেটের পাশের মাঠে ওই খেলার উদ্বোধন করেন চুনখোলা ইউপি চেয়ারম্যান মুন্সী তানজিল হোসেন। ওই খেলায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে চারটি দল গঠন করে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে গবিন্দ মহন্তের দল এবং বিভাষ চন্দ্র মনির দলের মধ্যে খেলা হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের খেলোয়াড়রা ঘোল দিলে না পারায়। ট্রাইব্রেকারের মধ্যেমে গবিন্দ মহন্তের দল ৩-২ ঘোলে বিভাষচন্দ্র মনির দলকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলকে একটি ২০ ইি কাপ এবং রানাসআপ দলকে একটি ১২ ইি কাপ পুরস্কার হিসেবে প্রদান করেন চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন। খেলা পরিচালনা করেন চুনখোলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান । খেলার আয়োজকরা বলেন করোনা ভাইরাসের কারনে খেলাধূলা দীর্ঘদিন বন্ধ থাকায়, যুব সমাজ যাতে মাদক এবং ইভটিজিং এর দিকে ধাবিত না হতে পারে এজন্য এই খেলার আয়োজন করা হয়।

আনন্দবাজার/শাহী/শাহিন

সংবাদটি শেয়ার করুন