ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে বিটপুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন

সম্প্রতি নওগাঁর আত্রাইয়ে আরও একটি বিটপুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজার চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিদু ভিষান দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এসআই জাহাঙ্গীর আলম, ডিএসবি নুরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস ও বাল্যবিয়েসহ সকল প্রকার অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পুলিশের তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক বিটপুলিশিং কার্যক্রমে শুরু করা হয়।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন