ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গনমাধ্যমকর্মীদের সাথে সোনারগাঁ ইউএনও’র মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম স্থানীয় গনমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার সভাকক্ষে করোনা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ভাবনা নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা উপজেলার প্রধান সড়ক মোগরাপাড়া চৌরাস্তায় যানজট, উপজেলা থেকে চৌরাস্তা পর্যন্ত কয়েকটি স্থানে ড্রেজারের পাইপ বসিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদূর্ভোগ। করোনাকালীন মহামারী এবং উপজেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সরকারি অনুমতি ছাড়া পরিচালনা করা, এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষন, অবৈধ বালু উত্তোলন, বাল্য বিবাহ, মাদকসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন গনমাধ্যমকর্মীরা। পরে ইউএনও আতিকুল ইসলাম সকলের সহযোগিতায় সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান, সভাপতি গাজী মোবারক, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণত সম্পাদক আল- আমিন তুষার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সহসভাপতি পনির ভূইয়া, সদস্য আলমগীর হোসেন প্লাবন সহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।

উক্ত সভায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনসহ সোনারগাঁ থানা প্রেস ক্লাব, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেস ইউনিটি ও অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/প্লাবন

সংবাদটি শেয়ার করুন