ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়োগ ছাড়াই করোনার নমুনা সংগ্রহ করছে ৯ মেডিকেল টেকনোলজিস্ট

দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই ঝিনাইদহে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ করছেন ৯ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট। তবে তারা পান না কোন ধরণের সুযোগ সুবিধা। এমনকি দেওয়া হয় না কোন সম্মানী বা ভাতা। স্বাস্থ্য বিভাগ তাদের দিয়ে ঝুঁকিপুর্ণ কাজ করালেও নেন নি নিয়োগ দেওয়ার কোন ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকরা জানান, করোনা শুরুর পর থেকেই জেলার সদর, শৈলকুপা, কালীগ্ঞ্জ, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৯ জন মেডিকেল টেকনোলজিস্ট। ইতিমধ্যেই তাদের কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে ফের দায়িত্ব পালন করছেন। তবে তাদের দেওয়া  হচ্ছেনা কোন সুযোগ সুবিধা। দেশের বিভিন্ন স্থানে মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবিদের সরকার থেকে নিয়োগ দেওয়া হলেও ঝিনাইদহে নিয়োগ না দেওয়ায় হতাশ তারা। দ্রুত তারা নিয়োগ দেওয়ার দাবী জানান।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ, সম্মানী বা ভাতা দেয়ার কোন উদ্যোগ নিলে এসব স্বেচ্ছাসেবকদের ব্যাপারে সুপারিশ করা হবে।

আনন্দবাজার/শাহী/বুরহান

সংবাদটি শেয়ার করুন