ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নবগঠিত বিজেপির আলোচনা ও পরিচিতি সভা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থর সুনাম অক্ষুন্ন রাখতে মালয়েশিয়ায় নবগঠিত বিজেপি কমিটির এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকালে কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, মালয়েশিয়া নবগঠিত বিজেপি কমিটির সভাপতি চাঁদপুরের কৃতিসন্তান ইঞ্জিনিয়ার সুমনের সভাপতিত্বে মোশফিকুর রাহমান খান এর অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন নবগঠিত মালয়েশিয়া বিজেপির সহসভাপতি দেলোয়ার হোসেন, মোঃ শহিদুল্লাহ, জাকির হোসেন, মোঃ শাহ-আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন- সাংগঠনিক সম্পাদকঃ জুয়েল ,সাইফুল ইসলাম রুমি, জহুর বারু শাখার আহবায়ক মাহবুব হাসান, কাজাং শাখার আহবায়ক রিয়াদ, বুকিত বিনতাং শাখার সদস্য সচিব রাজন, শাহ-আলম শাখার আহবায়ক শাখাওয়াত প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিতে হলে ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ’র মত নেতার প্রয়োজন আছে বলে মনে করেন তারা। এই সময় নতুন কমিটিকে একে একে সবার সাথে পরিচয় করে দেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সুমন।

সামনের দিনগুলোতে সংগঠনের উত্তরোত্তর সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন