ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে বালুবাহী লরি ট্রাক উল্টে ১কিশোর নিহত

সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। যতই দুর্ঘটনা কমানোর জন্য সোচ্চার করা হচ্ছে ততই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বালুবাহী লরি ট্রাক উল্টে শাওন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় রিফাত (১৫) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত শাওন উপজেলার টেংরা গ্রামের কফিলউদ্দিনের ছেলে। আহত রিফাত একই এলাকার মুক্তার হোসেনের ছেলে। আহত রিফাতকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, সকালে মাওনা টু বরমী আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি বালু ভর্তি লরি ট্রাক রাস্তা দিয়ে হেটে যাওয়া কিশোরদের উপর তুলে দিলে ঘটনাস্থলেই কিশোর শাওন নিহত হয় এবং অপর কিশোর রিফাত গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক লরিটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

আনন্দবাজার/শাহী/মহী

সংবাদটি শেয়ার করুন