পঞ্চম বছরে পা রাখলো দেশের প্রথম ক্লাসিফাইড এফএম রেডিও আম্বার ১০২.৪। হারানো দিনের কালজয়ী আধুনিক বাংলা গানকে শ্রোতাদের নাগালে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে ৪ বছর পেরিয়ে নতুন দিগন্তে পদচারণা শুরু করলো প্রতিষ্ঠানটি।
সোমবার বিকেলে রাজধানীর গুলশান নাভানা টাওয়ারে অবস্থিত নিজস্ব কার্যালয়ে তৃতীয় বর্ষপূর্তিতে কেক কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রেডিও ঢাকা এফ এমের ডাইরেক্টর (টেকনিক্যাল) এম আনিসুজ্জামান, সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন এন্ড এইচআর) মজিবুর রহমান, রেডিও আম্বারের স্টেশন ইনচার্জ মো. গোলাম কিবরিয়া সরকার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন এন্ড এইচআর) সাব্রিনা আক্তার, নিউজবাংলাদেশ.কম এর হেড অব নিউজ (ইনচার্জ) আসাদুল হক খোকন, অ্যাসিসস্ট্যান্ট নিউজ এডিটর (ইংরেজি) এম মহবুব আলম।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির পরিশীলিত ও নান্দনিক দিক উপস্থাপনে রেডিও আম্বার বদ্ধ পরিকর। হারানো দিনের কালজয়ী আধুনিক বাংলা গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, বাংলা ব্যান্ড এবং লোকগানকে ধারণ করছে রেডিও আম্বার। এছাড়াও বাচিকশিল্প, আবৃত্তি, পাঠাভিনয়, পত্রপাঠ ও পুঁথিসাহিত্যকে মানুষের দুয়ারে পৌঁছে দেবার প্রয়াসে নিজেদের উদ্যোগে বাংলা সাহিত্য পঠন এবং গবেষণায় মনোযোগ দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ঠরা জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেডিও আম্বারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল হাকিম।
আনন্দবাজার/ডব্লিউ এস