মা যাতে ঘরে ঢুকতে না পারে এজন্য মায়ের শয়ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলো বড় ছেলে। পরে মা থানায় অভিযোগ করতে বাধ্য হয় এবং অনতিবিলম্বে পুলিশ মা’কে মায়ের ঘরে ফিরিয়ে দিয়ে আসেন।
টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা দিঘুলিয়া পাড়া গ্রামের একজন বয়স্ক বিধবা মহিলার সাথে এই ঘটনাটি ঘটে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম এর নির্দেশনা অনুযায়ী সাব-ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান রাতের বেলা ঘরে তুলে দিয়ে আসেন ভূঞাপুর থানা পুলিশ।
বয়স্ক মহিলার শোবার ঘরে গত ২৯ আগস্ট আনুমানিক বিকেল ৪ টার দিকে তার ছেলে তালা মেরে রাখে বলে অভিযোগ করেছেন তিনি।
বড় ছেলে বেল্লাল হোসেন(৩২) স্ত্রীসহ মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছে বলে অভিযোগ মায়ের। ছোট ছেলে কামাল ও মা মোছাঃ সাফিয়া বেগম(৬০) কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মা নিজেই।
গ্রামের প্রতিবেশীরা জানান, আগে থেকেই জমি-জমা সংক্রান্ত বিবাদ দুই ভাইয়ের মধ্যে রয়েছে। স্থানীয়রা অনেকদিন আগে বিষয়টি নিয়ে দরবার আকারে বসেছিলো। তবে তেমন কোন সমাধানে আসে নি।
এসআই আনিসুর রহমান বলেন, মা যত যাই করুক সে তো মা। আর তাছাড়া মা হচ্ছে তার স্বামীর ঘরে থাকছেন, তাই কোনভাবে তার ঘরে তালা দিতে পারে না। আর বিষয়টি আমার কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে। আমি উপস্থিত থেকে স্থানীয় মেম্বার ও পরিবারের লোকজন নিয়ে বসবো এবং সমাধান করার চেষ্টা করবো।
আনন্দবাজার/শাহী/ইমরান