ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম- কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর দুই আরোহী নিহত মোটরসাইকেলে থাকা এক আরোহী আহত হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নে জিদ্দাবাজার বার আউলিয়ার নগর নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার নিহতরা হলেন, উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামে মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)। গুরুতর আহত হয়েছেন একই ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে তানজিলুর রহমান (১৯)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দিকে কক্সবাজার মুখি তিন যুবক হেলমেট বিহীন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। উপজেলার জিদ্দাবাজার সংলগ্ন বার আউলিয়ানগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যান মুখামুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আমজাদ হোসেন রিফাত ও তারেক রহমান ঘটনাস্থলে নিহত হয়। এবং তানজিনুর রহমান নামের এক যুবক গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

দুর্ঘটনায় বিষয়টি সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, দূর্ঘটনার দুই মোটরসাইকেল আরোহী নিহত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলফার পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আনন্দবাজার/শাহী/রাজু

সংবাদটি শেয়ার করুন