গত ২৪ আগষ্ট ২০২০(সোমবার) বেলা ১১ টার দিকে প্রকাশ্য দিবালোকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে খুন হয় খন্দকার রাশেদুল হাসান শাওন(২৫)। শাওন বাউফল সদর ইউনিয়নের ৩ং ওয়ার্ডের জাকির খন্দকার সেন্টুর ছেলে। সে গাজীপুর ভাওয়ার কলেজে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলো।
খুনের ঘটনার কিছুক্ষণের ভিতরে আসামি রাজীব রাজাকে আটক করে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার রাজীবকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আজ ৩০ আগষ্ট ২০২০ (রবিবার) সকাল ১০ টার দিকে বাউফল – বরিশাল মেইন সড়কে (বিলবিলাস) শাওনের খুনি রাজীব রাজা’র ফাসিঁর সাজা কার্যকর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মানববন্ধরে বলা হয়, অভিযুক্ত রাজীব এর আগেও খুন,ধর্ষন, লুটপাট সহ বেশকিছু মামলায় এজাহার ভুক্ত আসামি। সেগুলার বিচার না হওয়ায় বেপরোয়া হয়েগেছিল রাজীব। তাই যত দ্রুত সম্ভব রাজী রাজা’র ফাসির সাজা কার্যকর করে এলাকাবাসিকে আতঙ্ক থেকে রক্ষা করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত শাওন’র ভাই সাগর খন্দকার। বাউফল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান হাবিব।
বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কোয়েল। শাওনের সহপাঠীরা প্রমুখ।
আনন্দবাজার/শাহী/ইমন