বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শোককে শক্তিতে পরিণত করার নীতিই বঙ্গবন্ধুর নীতি – আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৫ আগষ্ট বাঙালির কাছে শুধু শোক নয়, শোককে শক্তিতে পরিণত করার দিনও বটে। ওইদিন কালো রাত্রিতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের সূচনা করে।

আজ রোববার (৩০ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৫নং বক্সীরহাট ওয়ার্ড চাক্তাই ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহাফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, পাকিস্তানির আঘাত, শোষণ, নিপীড়ণকে এগিয়ে চলার অদম্য উৎসাহ হিসেবে মনে ধরেছিলেন এই মহামানব। আঘাত থেকেই প্রতিরোধের শক্তি সঞ্চার করেছেন তিনি। শোষিতের কষ্ট থেকেই শাসনের মন্ত্র পেয়েছিলেন। শোকে কাতর না হয়ে শোককে শক্তিতে পরিণত করার নীতিই বঙ্গবন্ধুর নীতি। আমাদেরকে জাতির জনকের সেই বজ্রকঠিন আদর্শ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ ২৪টি বছরের শাসনামলে বাঙালির শৌর্য, সম্পদ, ঐতিহ্য, ইতিহাস ধংসের খেলায় মেতে উঠেছিল। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো স্বপ্ন বাস্তবায়নে বীর বাঙালি কখনো কাঙ্খিত লক্ষ্য থেকে পিছু হটেনি।

হাজী মীর আহমদ সওদাগরের সভাপত্বিতে শান্ত দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সদস্য হাজী বেলাল আহমেদ, বক্সীরহাট ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন শান্তি, সাবেক কাউন্সিলর হাজি নুরুল হক,সাবেক আওয়ামী লীগ নেতা এস,এম,হারুনুর রশীদ, বক্সীরহাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরী,মহানগর যুবলীগ নেতা শাহেদ হোসেন টিটু , আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাবুল, মোঃ বেলাল হোসেন চৌধুরী।

আরও পড়ুনঃ  পাট খাতকে বিরাষ্ট্রিয়করণের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

এছাড়া, দোলন দাশ গুপ্ত, মোঃ সামসুল আলম, ডাক্তার সুশীল নাথ, আওয়ামী লীগ এস,এম,মামুনুর রশীদ মামুন, প্রশান্ত ভট্টাচার্য, উওম কুমার নাগ,মোঃ আলমগীর,মোঃ আইয়ুব, মোঃ ফরিদ,নুর মোহাম্মদ, রাজু চৌধুরী, সুবল সরকার, সুভাস চন্দ্র দেখা, উজ্জ্বল দাশ, আবদুল বারেক, সদাওগর, আবদুল মতিন, মোঃ ইউনুস, মোঃ মিজান, মোঃ নাজিম, ওমর মিয়া সর্দার, নজরুল ইসলাম দুলাল, তপন চৌধুরী মিঠু, মোঃ সেলিম, মোঃ আক্তার কামাল, যুবলীগ নেতা-মহিউদ্দিন জনি, মোঃ লিটন,রুপন ভট্টাচার্য, বিশ্বজিত, বিশ্বাস, সুজিত সেন, নুরুল্লা বুলু, ছাএলীগ নেতা তানজিরুল হক, আইনুল আবীরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/মতিন

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন