ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) বিকালে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর আয়োজনে উপজেলার টি এন্ড টি বাসস্ট্যান্ডে গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ড সহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর দিনাজপুর জেলা সমন্বয়ক, ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক-সম্পাদক এসএম আরিফুল ইসলাম জিমন, দৈনিক গণকন্ঠ’র ঘোড়াঘাট প্রতিনিধি মোঃ সুলতান কবির, বাংলাদেশ বুলেটিন’র ঘোড়াঘাট প্রতিনিধি রাফছানজানী শুভ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনগণ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২০ ডিসেম্বর ‘গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ’টি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন এমন একটি চুক্তি যা অনুস্বাক্ষর করার ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। প্রতি বছর ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক এই দিবসটি পালন করা হয়ে থাকে।

আনন্দবাজার/শাহী/জিমন

সংবাদটি শেয়ার করুন