ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে বন্ধ থাকবে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল

নদীতে তীব্র স্রোত এবং পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা প্রতিদিন শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

আজ শনিবার (২৯ আগস্ট) থেকে এই কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে প্রতিমন্ত্রী এ আদেশ দেন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

পদ্মাসেতু সূত্রে জানা গেছে, বন্যায় পানি বৃদ্ধি পাওয়ার পর পদ্মাসেতু এলাকায় নদীর ব্যাপক পরিবর্তন হয়েছে। নদীর দুই চর ভেঙে গেছে। এখন যে চ্যানেল ধরে নৌযান চলছে সেখানে প্রচণ্ড স্রোত। এরকম অবস্থায় রাতে ফেরি চলাচল করলে পদ্মাসেতুর খুঁটির সাথে ধাক্কা লাগতে পারে। একারণে রাতে ফেরি বন্ধ করেছে বিআইডাব্লিটিএ।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন